কেন পড়ব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং?

 

ME, পূর্ণরূপটা Mother of Engineering বললে একটুও ভুল হবে না; কেননা প্রায় সব ইঞ্জিনিয়ারিং বিদ্যার শুরুটা এখান থেকেই। একেবারে হাতে-কলমে ইঞ্জিনিয়ারিং বিদ্যা প্রয়োগের ইচ্ছা যদি তোমার থাকে, তবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-ই হওয়া উচিত তোমার গন্তব্য। ছোটবেলায় খেলনা গাড়ি খোলা থেকে বড় হয়ে সত্যিকারের গাড়ি তৈরির ব্যাপারটাই কত অন্যরকম, তাই না?


মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনার ক্ষেত্রটা বিশদ। প্রায় প্রতিটা ইঞ্জিনিয়ারিং বিষয়ের কিছু না কিছু জ্ঞান তোমাকে অবশ্যই দেওয়া হবে। থিওরি যেমন জানতে হবে তেমনি থাকতে হবে প্র‍্যাক্টিক্যালি কাজের অভিজ্ঞতা। সাথে প্রয়োজন ক্রিয়েটিভিটি। গবেষণা হোক আর ফিল্ডের কাজ হোক- তোমার থাকবে ইঞ্জিনিয়ারিং বিদ্যা প্রয়োগের বিশাল এক বিচরণক্ষেত্র। কে জানে, হয়তো একদিন আয়রন ম্যানের মত একটা স্যুট তুমিও তৈরি করে ফেলতে পারো!


কোথায় কোথায় পড়ানো হয়?


BUET, KUET, RUET, CUET, SUST, MIST, IUT, AUST, IUBAT, BAUST এ এই বিষয়টি পড়ানো হয়।


একাডেমিক তথ্য:


পূর্বেই বলা হয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রটি বিশদ। সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চার বছরের এ কোর্সটিকে আটটি টার্মে ভাগ করা হয়েছে। আর মূল টপিকগুলো মোটামুটি এমন:


• Mathematics

• Basic Physical Sciences

• Statics and Dynamics

• Thermodynamics, Heat transfer, Heat Transfer Equipment Design

• Numerical Analysis

• Metallic Materials

• Strength of Materials and Solid Mechanics

• Mechanics of Machinery, Machine Design and Machine Tools

• Production Processes, Measurement & Quality Control

• Fluid mechanics, Fluid Machinery

• Instrumentation and Measurement

• Internal combustion Engine

• Power Plant Engineering

• Aerodynamics

• Automobile Engineering

• Mechatronics

• Robotics

• Nuclear Engineering

• Renewable Energy

• Theory of Structures

• Noise and Vibration

• Control Engineering


এছাড়া আরও বিস্তারিত জানতে পারো এই ওয়েবসাইটগুলি থেকে:


Bangladesh University of Engineering & Technology (BUET): 

http://me.buet.ac.bd/


Khulna University of Engineering & Technology (KUET): 

http://me.kuet.ac.bd/


Rajshahi University of Engineering & Technology (RUET): 

https://me.ruet.ac.bd/


Chittagong University of Engineering & Technology (CUET):

http://me.cuet.ac.bd/


Shahjalal University of Science and Technology (SUST): 

https://www.sust.edu/d/mee


Military Institute of Science and Technology (MIST):  

https://mist.ac.bd/department/me


Islamic University of Technology (IUT):

http://mce.iutoic-dhaka.edu/


International University of Business Agriculture and Technology (IUBAT):

http://me.iubat.edu/


Bangladesh Army University of Science and Technology (BAUST):

https://www.baust.edu.bd/departments/index/mechanical-engineering-me


Ahsanullah University of Science and Technology (AUST):

http://www.aust.edu/mpe/

 

ইন্ড্রাস্টিয়াল ট্যুর:

সাধারণত তৃতীয় বর্ষ শেষে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ইন্ড্রাস্ট্রিতে বাস্তবিক কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য কয়েক সপ্তাহের জন্য বিভিন্ন ইন্ড্রাস্ট্রিতে যেমন: এনার্জিপ্যাক, নাভানা, বার্জার, ট্রান্সটেক, বিভিন্ন পাওয়ার ডিস্ট্রিবিউট কোম্পানি, বিভিন্ন সার প্রস্তুতকারক কারখানাতে নিয়ে যাওয়া হয়।

জব মার্কেট:

যদিও বেশির ভাগের মতে আমাদের দেশে মেকানিক্যাল সেক্টরের জব কম, কিন্তু বাস্তবটা আসলে এমন না। বস্তুত যেখানে মেশিন আছে সেখানেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। সবগুলো পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে প্রচুর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের নিয়োগ হয়। এছাড়াও পিডব্লিউডিতেও রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের আধিক্য। আবার বেশির ভাগ জব অফারই সাধারণত EEE/ME, CE/ME, IPE/ME এই আকারে আসে। এছাড়াও দেশে আরো পাওয়ার প্ল্যান্ট, অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরির কাজ চলছে। ফলে বলা যায়, এই সেক্টরের জব মার্কেট ভবিষ্যতে যেমন সুরক্ষিত তেমনি প্রসারমান।

স্যালারি:

সাধারণত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সম্মানী বেশ ভালোই হয়ে থাকে। বেশির ভাগ জায়গাতেই শুরুটা প্রায় ৪০ হাজারের আশেপাশে হয়ে থাকে।

উচ্চশিক্ষা:

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রটা বেশ বড় হবার সুবাদে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই বিষয়টির রয়েছে প্রচুর সুযোগ। Design (Thermo-Fluid Equipments), Thermodynamics, Manufacturing এই তিন ক্ষেত্রের উপর গবেষণা পুরো বিশ্বে একেবারে প্রথম সারির দিকের যা কিনা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অন্যতম মুখ্য বিষয়। আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, জাপানের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে যেমন: University of Illinois (America), University of Michigan (America), University of Alberta (Canada), Massachusetts Institute of Technology (America), University of Zurich (Switzerland), Tohuko University (Japan) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেশ কদর রয়েছে এবং বাংলাদেশের অনেকেই এই বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান বা সাবেক শিক্ষার্থী।

লেখকঃ  

তাইমিয়ান তামজিদ

শিক্ষার্থী, চতুর্থ বর্ষ,

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং,

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

 






Comments