About Us

যে মেয়েটা রাতের আকাশে অগণিত তারার দিকে তাকিয়ে অ্যাস্ট্রোনমি পড়ার স্বপ্ন দেখে কিংবা যে ছেলেটা স্বপ্ন

দেখে উদ্যোক্তা হওয়ার, তাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যায় তথাকথিত “প্রেস্টিজিয়াস” সাবজেক্টে পড়ার চাপে। 

থিওরিটিক্যাল ফিজিক্স ভালোবাসা ছেলেটাকে পড়তে হয় ইঞ্জিনিয়ারিং, কারণ বাংলাদেশে নাকি ফিজিক্স 

পড়ে ভাল চাকরি পাওয়া যায় না। সাইকোলোজি পড়লে নাকি ফিউচার “ব্রাইট” না, তাই এদেশের এখনো 

মেন্টাল হেলথ নিয়ে এত ট্যাবু! বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয় নিয়ে পড়া কিংবা সঠিক ক্যারিয়ার বেছে নেয়া 

সংক্রান্ত এই অসংখ্য ভুল ধারণার জন্ম হয় সঠিক সময়ে সঠিক তথ্যের অভাবে। আর তাই ক্যারিয়ারোলোজি 

কাজ করবে তরুণদের ক্যারিয়ার সচেতনতা নিয়ে। 


ক্যারিয়ার নিয়ে আমরা প্রায় সবাই-ই জীবনের কোনো না কোনো পর্যায়ে সিদ্ধান্তহীনতায় ভুগি। অথচ কত 

ভালো হয় না যদি কলেজ শেষ করবার আগেই জেনে যাই বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের পড়াশোনার ধরণ 

কেমন? এই বিষয় আমার ভাল লাগবে কী না, উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ কেমন, এই বিষয়ে পড়ে 

কোন কোন দিকে ক্যারিয়ার গড়তে পারব, কী ধরণের চাকরি করতে পারব সব যদি জেনে যাই আগে থেকেই,

তাহলেই আর আশেপাশের মানুষের চাপে কোনো সিদ্ধান্ত নিয়ে তারপর অনার্সের চার বছর কোনো 

আফসোস করতে হয় না অনেককেই! পড়াশোনার শেষে কোন পেশায় কী ধরনের কাজ করতে হয়, স্যালারি 

কেমন এই নিয়ে স্পষ্ট ধারণা থাকলেই বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই লক্ষ্যহীন ভাবে না ঘুরে নিজেদের প্রস্তুত 

করা সম্ভব হয়। বাইরে উচ্চশিক্ষার জন্যে কীভাবে আবেদন করতে হয়, স্কলারশিপ পাওয়ার উপায়, নিজেকে

প্রস্তুত করবার উপায় সবই যদি জানা যায় অভিজ্ঞদের থেকে তাহলে কত ভাল হয় না?


এই সব ধরনের তথ্য একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার চিন্তা থেকেই ক্যারিয়ারোলোজির জন্ম। ক্যারিয়ারোলোজিতে

আমরা কথা বলব কীভাবে প্যাশন আর প্রোফেশন কে এক বিন্দুতে নিয়ে আসা যায় এই নিয়ে। ক্যারিয়ার নিয়ে 

সবরকম সহায়তা দিয়ে পাশে থাকবে ক্যারিয়ারোলোজি!

Comments