পেশা বাছাইয়ের নানান দিক - পর্ব ৩
“There are some people who live in a dream world, and there are some who face reality; and then there are those who turn one into the other.”
– Douglas H. Everett
আজকের সোসাইটিতে প্যাশন, ড্রিম - এসবের তুলনায় চাকরীর বাজার কেমন সেটা দিয়ে এক একটা বিষয়কে বিচার করা হয়। আমাদের মোটামুটি সবার ক্যারিয়ার সিলেকশানের সিদ্ধান্ত তখনই নিতে হয়, যখন আমরা টিনেজার থাকি। আর এ বয়সটায় আমরা পৃথিবীর প্রায় সমস্ত বিষয় নিয়ে কেয়ার করে থাকি, বিশেষত অন্যরা আমাদের প্রতি যে প্রত্যাশা করে তা নিয়ে যেন একটু বেশিই মাথা ঘামাই আমরা।
কেউ সাইন্স পড়লে সবার তার কাছে প্রত্যাশা থাকে সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল পড়বে, আবার কেউ আর্টস পড়লে সবার মনে হয় ইকোনমিক্স না পড়লে সে তো কোনো ভালো ছাত্রই না। এমন অবস্থায় আমরা অনেকেই এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি শুধুমাত্র কেউ যেন আমাদের প্রতি কোন নেতিবাচক মন্তব্য না করে তার জন্য। কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের ক্যারিয়ারে আমাদের প্যাশন অনেক বেশি ম্যাটার করে। দিনশেষে আমাদের জীবনে আমাদেরকেই বাঁচতে হবে, আমাদের চাকরি আমাদেরকেই করতে হবে, অন্য কেউ আমাদের হয়ে তা করে দেবে না।
তাই "Don’t let anyone steer your ship, be the captain of your own fleet" কথাটি মাথায় রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আবারো আসে সেই পুরনো কথা, সব সময় যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তুমিই সঠিক হবে এমনটা কিন্তু না। এমনও হতে পারে তুমি নিজেই এখনো ফিগার আউট করতে পারোনি তুমি কি চাও, হয়তো এখনো নিজেকে খোঁজার সন্ধানে তুমি আছো।
তাই তোমার নিজের হোক অথবা অন্য কারো হোক, যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে অনেক অনেক রিসার্চ করো। যে কোন সাবজেক্ট অথবা জব সম্পর্কে পরিষ্কার একটা ধারণা রাখো। দরকার বোধে অন্যদের থেকে পরামর্শ নাও, সবচেয়ে ভালো হয় যারা তোমার কাছের অথবা তোমাকে খুব ভালো করে চেনেন তাদের কাছ থেকে পরামর্শ নিলে।
তবে যখন অন্যের প্রত্যাশা পূরণের বিষয়টি আসবে, তখন খুব করে নিশ্চিত হয়ে নাও যে তোমার সিদ্ধান্তটি তুমিই নিচ্ছ। শুধুমাত্র তুমি সেটা চাও বলেই নিচ্ছ। কখনো প্রেশারে পড়ে, "আমার এটা করতেই হবে" ভেবে কোনো সিদ্ধান্ত নিও না। সাহসী হও এবং যে সিদ্ধান্তটি তোমার জন্য সবচেয়ে ভালো হয় সেটাই নাও। সবসময় মনে রাখবে 'final say' কিন্তু তোমারই!
লেখকঃ
রূপালি তাসনিম সামাদ
শিক্ষার্থী (প্রথম বর্ষ),
তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট,
ঢাকা বিশ্ববিদ্যালয়।


Comments
Post a Comment