Clubs to Shape Career - Dhaka Medical College Debating Club
আমাদের সেগমেন্ট "Clubs to Shape Career" এর দ্বিতীয় পর্বে আজকে আমরা জানবো "ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব" সম্পর্কে।
বাংলাদেশের মেডিকেল ভর্তিচ্ছু প্রায় সকল শিক্ষার্থীর জন্য “ঢাকা মেডিকেল কলেজ” যেন এক স্বপ্নের নাম, প্রতিটা শিক্ষার্থীর এবং তাদের বাবা-মার মনের প্রথম পছন্দ এই কলেজ। একাডেমিক রেজাল্টের দিক দিয়ে এ কলেজের বিশ্ব জোড়া খ্যাতির কথা কম-বেশি আমরা সবাই জানি। কিন্তু তার বাইরে সহশিক্ষা কার্যক্রমের বেলায়ও তারা কোনভাবেই পিছিয়ে নেই। তাই আজকে আমরা জানবো তাদের অন্যতম স্বনামধন্য “ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব” এর কথা।
- প্রতিষ্ঠা :
ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিতর্কের জন্য স্বয়ংসম্পূর্ণ প্ল্যাটফর্ম গড়ে তোলার ইচ্ছে থেকে ২০১২ সালে বিশিষ্ট বিতার্কিক ডাঃ ফজলে রাব্বি সেতু প্রতিষ্ঠা করেন “ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব”। এই ক্লাব ঢাকা মেডিকেল কলেজের একমাত্র ক্লাব যারা বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি তরুণ বিতার্কিকদের বিকাশের জন্যও কাজ করে, যারা পরবর্তীতে আন্তঃবিশ্ববিদ্যালয় এবং আন্তঃমেডিকেল বিতর্কে ঢাকা মেডিকেল কলেজের প্রতিনিধিত্ব করে।
- নিয়মিত কাজসমূহ :
ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের নিয়মিত কাজ মূলত দুই ক্ষেত্রে পরিচালিত হয় - বিতর্ক ও সামাজিক উন্নয়ন।
বিতর্ক ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য কাজগুলো হলো - সম্ভাবনাময় বিতার্কিকদের খুঁজে বের করে তাদের গ্রুমিং করা, বিতর্কের বিভিন্ন ওর্য়াকশপ আয়োজন করা, বিভিন্ন ফেস্টিভাল ও ইভেন্টে ডিবেটারদের অংশগ্রহণের সুযোগ করে দেয়া, বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় এবং আন্তঃমেডিকেল টুর্নামেন্ট আয়োজন করা। এছাড়াও অন্যান্য মেডিকেল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের সাথে প্র্যাকটিস টুর্নামেন্ট ও ডিবেট সেশনের আয়োজন করা।
সামাজিক ক্ষেত্রে তারা যেসব কাজ করে তা খুবই প্রশংসনীয়। বিভিন্ন স্বাস্থ্য সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা অর্জনের লক্ষ্যে যেমন কাজ করছে, তেমনি চলমান কোনো মেডিকেল বিষয়ক ইস্যুতেও তারা মানুষকে সাহায্য করে যায়। প্রয়োজনে ডিএমসির কর্মীদের সহায়তা করা ছাড়াও বন্যা কিংবা সাইক্লোনের সময় দেশের বিভিন্ন অঞ্চলে অভাবী মানুষকে সাহায্য করা তাদের কাজের অংশ।
- প্রধান ইভেন্টসমূহ :
ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব এখন পর্যন্ত বেশকিছু উল্লেখযোগ্য ইভেন্ট আয়োজন করেছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো প্রতি বছর আয়োজিত আন্তঃমেডিকেল এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ডিবেট প্রতিযোগিতা । সর্বশেষ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল এবছর ১৩ই মার্চ। ২০১৯ সালে তারা আয়োজন করে "Battle of Brains 1.0" নামের একটি ফেস্টিভাল যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল - আন্তঃমেডিকেল বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃমেডিকেল কুইজ, অ্যানাটমী অলিম্পিয়াড, মেডিকেল বেসড স্পেলিং কম্পিটিশন (মেডি স্পেল) ও সাংস্কৃতিক ইভেন্ট। এছাড়াও বিগত বছরগুলোতে তারা বিভিন্ন আন্তঃমেডিকেল কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।
- অর্জনসমূহ :
ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় বেশ সুনাম লাভ করেছে। তাদের অসংখ্য অর্জনের মধ্যে -
TIB-DMCDC Anti-Corruption Day Debate Festival 2012, National Environmental Day Debate Festival 2013, AIUB Inter-University Debate Championship English 2013, 3rd SK+F NDFBD_CMCDC National INter-Medical College Debate Championship 2014, FDSR Inter-Medical Competition 2020 এ চ্যাম্পিয়নশিপ এবং Bangladesh Television National Environment Debate Competiton 2012, JUDS Inter-University Debate Championship 2013, Inter University Quiz at 5th Laboratorians National Science Festival 2017 এ রানার আপ হওয়ার কথা উল্লেখ না করলেই নয়।
- লকডাউন কার্যক্রম :
লকডাউনে যখন সবকিছু প্রায় থেমে গিয়েছিল তখনো বন্ধ হয়নি এ ক্লাবের কার্যক্রম। তারা এর মধ্যে আয়োজন করেছে অনলাইন ভিত্তিক আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃমেডিকেল কুইজ প্রতিযোগিতা, কোভিড-১৯ নিয়ে সচেতনতা সিরিজ "কোভিড কথন" (https://m.facebook.com/story.php?story_fbid=3328869820507916&id=812072588854331), মেডি মিম প্রতিযোগিতা, "আত্মহত্যা প্রতিরোধ দিবস" এবং "ওয়ার্ল্ড সেপসিস ডে" নিয়ে ডকুমেন্টারি সিরিজ এবং পরিশেষে প্র্যাকটিস ডিবেট ও ডিবেটের ওপর বেশ কিছু ওয়ার্কশপ। এছাড়াও মোহাইমিনুল ইসলাম প্রিন্স, জেরিন শিকদার, জাহিনুল আনাম ফায়েদ ক্লাবের পক্ষ থেকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ত্রাণকার্য চালিয়েছেন এবং ঢাকা মেডিকেল কলেজের একজন স্টাফকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন।
- মেম্বার রিক্রুটমেন্ট :
ক্লাবের মেম্বার হওয়ার জন্য প্রথমে অবশ্যই ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী হতে হবে। ডিবেটিং ক্লাবের সাথে যুক্ত হতে ইচ্ছুক এমন যে কোনো শিক্ষার্থী এ ক্লাবের মেম্বার হতে পারে। তবে যারা স্কুল কলেজ থেকে ডিবেট করে এসেছে কিংবা সম্ভাবনাময় ডিবেটার তাদের জন্য একটু বাড়তি আকর্ষণ থাকে।
- পরিচালনা কমিটি :
ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব পরিচালনার মূল দায়িত্বে থাকে প্রেসিডেন্ট। ক্লাবের প্রতিষ্ঠাতা ডাঃ ফজলে রাব্বি সেতু (K-66) এ ক্লাবের প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্তমানে পঞ্চম বর্ষের শিক্ষার্থী (K-73) আবরার হাসান প্রেসিডেন্ট হিসেবে এবং মোহাইমিনুল ইসলাম প্রিন্স সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।
- লক্ষ্য ও উদ্দেশ্য :
ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের যাত্রা শুরু হয়েছিল সম্ভাবনাময় বিতার্কিকদের খুঁজে বের করে, তাদের মাধ্যমে আন্তঃমেডিকেল ও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রাঙ্গণে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে। বর্তমানে তারা বিতর্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা-অসুবিধাগুলি সম্পর্কে ধারণা তৈরি ও বিভিন্ন স্বাস্থ্য খাতে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে । পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্লেষণাত্মক এবং যুক্তিযুক্ত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বর্তমান বিশ্বে উপস্থিত সমস্যাসমূহ এবং সেগুলি কীভাবে সমাধান করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এ ক্লাবের নিয়মিত আপডেট পেতে ফলো করতে পারেন তাদের ফেসবুক পেজ -
অথবা তাদের ইউটিউব চ্যানেল -
- তথ্য দিয়ে সহযোগিতা করেছেন :
আবরার হাসান (K-73)
প্রেসিডেন্ট, ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব।
- লিখেছেন :
মেরাজ মোনেম (K-77)
এমবিবিএস প্রথম বর্ষ, ঢাকা মেডিকেল কলেজ।



Comments
Post a Comment