পেশা বাছাইয়ের নানান দিক - পর্ব ৭ (শেষ পর্ব)
সাতদিনে সাতটি “ক্যারিয়ার সিলেকশন” চ্যালেঞ্জের শেষ পর্বে আমরা এসেছি বহুল আলোচিত আরেকটি ইস্যু নিয়ে, যার নাম “Career Opportunities ”।
চীনের বিখ্যাত দার্শনিক কনফুসিয়াস একটি কথা বলেছিলেন,
"It does not matter how slowly you go as long as you don't stop"
ক্যারিয়ার নিয়ে আমাদের সবসময়ই একটা চিন্তা কাজ করে। ভবিষ্যতে কেমন কাজ করলে আমরা একটি সফল ক্যারিয়ার গড়তে পারি,কোন বিষয়ে পড়াশোনা করলে তাতে ভালো চাকরি করা সম্ভব এবং এরকম আরো অনেক প্রশ্নই জাগে। সবারই স্বপ্ন থাকে ভালো একটি কার্যক্ষেত্রে কাজ করার। স্বপ্নের ক্যারিয়ার গড়তে সবাই সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনাও করে। অনেকের স্বপ্ন পূরণ হয়,অনেকের হয় না।প্রথমত,সফল ক্যারিয়ার গড়তে হলে নিজেকে জানা খুবই প্রয়োজন। স্নাতকের পর অনেকেই ক্যারিয়ার নিয়ে নানা ধরনের দ্বিধাদ্বন্দে ভোগে। হরহামেশাই দেখা যায় ভাল বেতনের চাকরিকে সবাই প্রাধান্য দেয়। আবার সবারই একটা ধারণা থাকে যে বেশি বেতনের চাকরি করলে সমাজে কদর বেশি। তবে ব্যাপারটা এমন না হয়ে যদি নিজের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেয়া যেতো,তবে বিষয়টি ঈর্ষণীয় হতো। তাই আগে আমাদের নিজেকে নিজে প্রশ্ন করতে হবে,"আমি কোন পেশার সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো? আমি কোন কাজটি করতে ভালোবাসি?"এভাবে আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজের পছন্দের পেশাকে বেছে নেওয়া সম্ভব।
ক্যারিয়ারের ক্ষেত্রে আরেকটি বড় বাধা হচ্ছে নিজের পছন্দসই বিষয়ে চার বছর স্নাতক সম্পন্ন করার পর সেই বিষয় সংক্রান্ত ক্যারিয়ার গড়তে না পারা। উদাহরণস্বরূপ বলা যায়, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং অথবা রসায়ন এ পড়ে শেষে পেশা হিসবে ব্যাংকিং কে বেছে নেয় যেটিতে ওই বিষয়সংক্রান্ত কিছুই নেই। এরকম আরো অনেক উদাহরণ দেয়া যেতে পারে। সেজন্য নিজের পছন্দসই বিষয় নির্ধারণ এবং তা নিয়েই যেন ভবিষ্যতে ক্যারিয়ার গড়া সম্ভব এ বিষয়ে আমাদের খেয়াল রাখা প্রয়োজন। নিজেকে জানার পাশাপাশি চাহিদা ও দক্ষতা নির্ধারণ, ব্যক্তিত্ব নিরূপণ, নমনীয়তা, ক্যারিয়ার বিষয়ক পরামর্শ গ্রহণ,সময় সচেতনতা, একটি ভালো নেটওয়ার্ক তৈরি করা, ক্যারিয়ার জিজ্ঞাসা ও সহিষ্ণুতার মাধ্যমে ভবিষ্যতে নিজের পছন্দসই ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব।
ব্রিটিশ সাংবাদিক ও লেখক ডেভিড ফ্রস্টের একটি বিখ্যাত উক্তি আছে--
"সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না; তুমি যা করতে ভালোবাসো, সেটাই করতে থাক। সাফল্য নিজেই ধরা দেবে।
লেখকঃ
নাহিয়ান নূর সেঁজুতি
প্রথম বর্ষ, অর্থনীতি বিভাগ
ব্র্যাক ইউনিভার্সিটি।



Comments
Post a Comment