Clubs to Shape Career - AIUB Computer Club

কম্পিউটার সাইন্সের শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তির আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০১২ সালের ১৩ই সেপ্টেম্বর দেশের অন্যতম প্রধান বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এ যাত্রা শুরু করে এআইইউবি কম্পিউটার ক্লাব – এসিসি।
২০১২ সালে জনাব মোঃ সাইফ উল্লাহ মিয়ার নেতৃত্বে সামীন ইয়াসার, সুমাইয়া মুনীরা, মোঃ ফেরদৌস বিন আলম, সোনিয়া বিশ্বাস ও আবরার ফাহাদ এই ছয়জনের হাত ধরে এই ক্লাবের স্বর্ণালী যাত্রা শুরু হয়।
- নিয়মিত কাজসমূহ :
এআইইউবি কম্পিউটার ক্লাবের নিয়মিত কাজের মধ্যে রয়েছে ক্লাবের সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্নধরনের সেমিনার এবং কর্মশালা আয়োজন। শুধুমাত্র ক্লাবের সদস্যদের জন্যই নয়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্যেও সারাবছর অসংখ্য সেমিনার এবং কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের সদস্য সংগ্রহ কিংবা কোনো সেমিনার আয়োজনেও এআইইউবি কম্পিউটার ক্লাব সাহায্য করে থাকে।
এআইইউবি কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টের বিভিন্ন কনফারেন্স আয়োজনে যেমন International Conference on Computational Advancement (ICCA) 2020, CISCO National Networking Competition 2020 ইত্যাদিতেও সাহায্য করে থাকে। এছাড়াও এআইইউবি কম্পিউটার ক্লাব Basis Students’ Forum এবং Firefox Student Community এর সাথে সংযুক্ত আছে এবং শিক্ষার্থীদের সকলরকমের সহযোগিতা করে থাকে। এর বাহিরে Basis Students’ Forum AIUB Chapter এবং Firefox@AIUB এর মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
- প্রধান ইভেন্টসমূহ :
এআইইউবি কম্পিউটার ক্লাব আয়োজিত প্রধান ইভেন্টসমূহের মধ্যে উল্লেখযোগ্য, AIUB CS Fest, AIUB Cyber Gaming Fest, Jarvis - Intra ACC Carnival ইত্যাদি।
- AIUB CS Fest: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম বৃহৎ উৎসব হলো AIUB CS Fest. সাধারণত বছরের শেষভাগে নিয়মিত আয়োজিত হয়ে থাকে কয়েকদিনব্যাপী এই উৎসব। এইখানকার উল্লেখযোগ্য প্রতিযোগিতার মধ্যে অন্যতম রোবট সকার, কনটেন্ট রাইটিং, ম্যাথ অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, পোস্টার ডিজাইন, পোগ্রামিং কনটেস্ট ইত্যাদি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাহিরে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্যেও বিভিন্ন প্রতিযোগিতা উন্মুক্ত থাকে।
- AIUB Cyber Gaming Fest: এই উৎসবটি শুধু আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ই নয় বাংলাদেশের অন্যতম বৃহৎ গেমিং উৎসব। এই উৎসবে বিভিন্ন ধরনের গেমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল কলেজের জন্যও উন্মুক্ত থাকে।
- Jarvis–Intra ACC Carnival: এই উৎসবটি অন্য গুলোর মতো উন্মুক্ত নয়। এসিসির সদস্যদের অনেকেই বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতা চলাকালীন সময়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে থাকেন। তারা যেন নিজেদের দক্ষতা প্রকাশ করার সুযোগ পান সেকারনে শুধুমাত্র ক্লাবের সদস্যদের উৎসাহিত করার জন্যই এই উৎসব আয়োজিত হয়।
- কিভাবে চলছে লকডাউনে?
কোভিড-১৯ এর আক্রমণের মুখে যখন সবকিছুই স্তব্ধ তখনো থেমে নেই এআইইউবি কম্পিউটার ক্লাবের কার্যক্রম। সদস্যদের জন্য নিয়মিত গিট, গ্রাফিক্স ডিজাইন, UI/UX ডিজাইন, ওয়ার্ডপ্রেসসহ বিভিন্ন বিষয়ের উপরে ওয়েবিনার আয়োজিত হয়ে আসছে। তাছাড়া সময়ের সাথে তাল মিলিয়ে এবারের রিক্রুটমেন্টও সম্পুর্ণ অনলাইনভিত্তিক করা হয়েছে।
- অর্জন :
এআইইউবি কম্পিউটার ক্লাবের অর্জনের খাতা অনেকটা স্বয়ংসম্পুর্ণ। ক্লাবের মেম্বারগণ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বারবার ছিনিয়ে এনেছে গৌরব। সাম্প্রতিক অর্জনের মাঝে রয়েছে BUP Techsurgence 2019 এর আইসিটি অলিম্পিয়াড(সিনিয়র) এর চ্যাম্পিয়ন, JU CSE Fest 2019 এর আইসিটি অলিম্পিয়াড(সিনিয়র) এর রানার্সআপ ইত্যাদি।
- পরিচালনা কমিটি :
অফিস অফ স্টুডেন্টস এফেয়ার্স (ওসা) এর তত্ত্বাবধানে সহযোগী অধ্যাপক জনাব অভিজিৎ ভৌমিক স্যার ও সহকারী অধ্যাপক জনাব শারফুদ্দিন মাহমুদ স্যারের পরামর্শে এআইইউবি কম্পিউটার ক্লাব পরিচালিত হয়ে আসছে। এছাড়া বর্তমানে কম্পিউটার ক্লাবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম রায়হান গফুর।
- কিভাবে জয়েন করবেন?
এআইইউবি কম্পিউটার ক্লাবে জয়েন করতে হলে প্রথমেই বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী হতে হবে। প্রতি সেমিস্টারে অনলাইনে সদস্য সংগ্রহের জন্য ফর্ম ছাড়া হয়। ফর্ম পূরণের ভিত্তিতে যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে কিছুসংখ্যক শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিতদের আলাদা আলাদাভাবে সামনাসামনি ভাইভার মাধ্যমে চূড়ান্তভাবে সদস্য নির্বাচিত করা হয়ে থাকে।
- লক্ষ্য ও উদ্দেশ্য :
এআইইউবি কম্পিউটার ক্লাবের যাত্রা শুরু হয় শিক্ষার্থীদের প্রযুক্তির সাথে আরো বেশি করে পরিচিত করে দেওয়ার লক্ষ্য নিয়ে। এই লক্ষ্যেই নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এআইইউবি কম্পিউটার ক্লাবের সদস্যগণ। এসিসি সকলের উদ্দেশ্যে বলে থাকে, “Let’s change yourself, change your society and change the country with your aptitudes. Let’s take the path together and see the power of combined talents.”
ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট এস এম রায়হান গফুরের কাছে তার মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, এই ক্লাবের সদস্যরাই একে আজকের অবস্থায় নিয়ে এসেছেন। ক্লাবের বর্তমান অবস্থার জন্য তিনি বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাতা, ওসা, সিএস ডিপার্টমেন্ট, মেন্টর, উপদেষ্টাবৃন্দ সহ সকলের প্রতি ধন্যবাদজ্ঞাপন করেন।
এআইইউবি কম্পিউটার ক্লাবের কার্যক্রম সম্পর্কে জানতে দেখতে পারেনঃ
এছাড়া সকল প্রকার আপডেট পেতে ভিজিট করতে পারেন : https://aiubcc.org/
অথবা ফেসবুক পেজ :
https://www.facebook.com/aiubcomputerclub
তথ্য দিয়ে সহযোগিতা করেছেন :
এস এম রায়হান গফুর
প্রেসিডেন্ট, এআইইউবি কম্পিউটার ক্লাব
লিখেছেন :
মোঃ আবু জুবায়ের
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ


Comments
Post a Comment