Clubs to Shape Career - MIST Innovation Club

                                       

আমাদের নিয়মিত সেগমেন্ট "Clubs to Shape Career" এর আজকের পর্বে আমরা কথা বলবো "MIST Innovation Club" (MIC) সম্পর্কে।

এমআইএসটির অন্যতম ক্রমবর্ধমান ক্লাব হিসাবে ২০২০ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে এমআইএসটি ইনোভেশন ক্লাব। দেশের অন্যতম বড় প্রযুক্তিগত প্ল্যাটফর্ম গড়ে তোলার বৃহৎ লক্ষ্যকে সামনে রেখে তারা কাজ করে চলছে এমআইএসটির সকল শিক্ষার্থীর দক্ষতা বিকাশ এবং নেটওয়ার্কিং বৃদ্ধির জন্য । এ ক্লাব এমআইএসটির সকল বিভাগের আগ্রহী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত,যারা ক্লাবটির সাফল্য এবং উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। 
 
- নিয়মিত কাজসমূহ :
এমআইএসটি ইনোভেশন ক্লাবের নিয়মিত কাজগুলো পরিচালিত হয়ে থাকে সহ-শিক্ষাকার্যক্রমগুলিতে সকল আগ্রহী শিক্ষার্থীদের সক্রিয় রাখার উদ্দেশ্যে । ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই তাদের নিয়মিত আয়োজনগুলোর মধ্যে ছিল পাইথন প্রোগ্রামিং এর উপর ওয়ার্কশপ, গ্রাফিক্স ডিজাইনিং, মাইক্রোসফ্ট এক্সেল, আইওটি এবং রোবোটিক্সের উপর ওয়ার্কশপ।এছাড়াও ক্লাবটি কিছু ক্র্যাশ কোর্স আয়োজনে কাজ করছে। অ্যাপ ডেভেলপমেন্ট উপরও একটি কোর্স ক্লাবের অভিজ্ঞ এক্সিকিউটিভরা হাতে নিয়েছেন। 
 
- প্রধান ইভেন্টসমূহ :
এমআইএসটি ইনোভেশন ক্লাব খুব অল্পদিনেই বেশ কিছু উল্লেখযোগ্য ইভেন্ট আয়োজন করেছে যার মধ্যে 'এমআইসি পেপ টকস' অন্যতম।কয়েকটি পর্বে বিভক্ত এই ইন্টারেক্টিভ সেশনে আমন্ত্রন করা হয় বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যাক্তিদের,যাদের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি সুযোগ পায় কর্মক্ষেত্রে প্রবেশের প্রয়োজনীয় দক্ষতা বিকাশ এবং ক্যারিয়ার ভিত্তিক শিক্ষার সাথে সম্পৃক্ত হতে। এছাড়াও এমআইএসটি ইনোভেশন ক্লাব 'এমআইসি পিচ ক্যাম্প' সফলভাবে আয়োজন করেছে, যার অন্তর্ভুক্ত ছিল একটি ইন্ট্রা-প্রেজেন্টেশন এবং কেস স্টাডি প্রতিযোগিতা। এমআইএসটির বেশ কয়েকজন প্রতিভাবান বক্তা এবং উপস্থাপক খুঁজে বের করার ক্ষেত্রে এই পিচ ক্যাম্প সফল ছিল। 
 
- কিভাবে চলছে লকডাউনে :
এমআইসির সদস্যগণ কোভিড -১৯ পরিস্থিতির পূর্বে একটি হ্যান্ডস-ফ্রি স্যানিটাইজার ডিভাইস তৈরি করেছে।কর্নেল মালেক মেডিকেল কলেজ ও এমআইসি যৌথভাবে গুগল প্লে স্টোরের টেলিমেডিসিন অ্যাপ্লিকেশন "ডাক্তার সাহেব" এর উদ্ভাবক, এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যা রোগীদের চিকিৎসকের সাথে সংযুক্ত হওয়ার পথ তৈরি করেছে। এছাড়াও কোয়ারেনটাইনের অলস সময়কে দক্ষতা বিকাশে কাজে লাগাতে এমআইসি আয়োজন করে দুদিনব্যাপি অনলাইন ক্র্যাশ কোর্স অন প্রেজেন্টেশন স্কিলস এন্ড পিচিং হাক্স । 
 
- পরিচালনা কমিটি :
এমআইএসটি ইনোভেশন ক্লাবটির প্রেসিডেন্ট পদে আছেন তানজিম হাসান ফাহিম । একইসাথে ক্লাবটি দক্ষ ব্যক্তি এবং সম্মানিত অনুষদের পরামর্শদাতার অধীনেও রয়েছে ,যারা প্রতিনিয়ত সদস্যদের নতুন উদ্ভাবনের দিকে সঠিক দিকনির্দেশনা প্রদান করছে। 
 
- কিভাবে জয়েন করবেন :
এমআইএসটি ইনোভেশন ক্লাবের সদস্য হওয়ার সুযোগ যে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এক্ষেত্রে তাদের ফেসবুক পেজে যোগাযোগ করলে পরবর্তী নির্দেশনা সেখান থেকেই দেওয়া হয়। 
 
- লক্ষ্য ও উদ্দেশ্য :
ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা করার পরিবেশ এবং প্রয়োজনীয় মানসিকতা তৈরি করাই এমআইএসটি ইনোভেশন ক্লাবের প্রধান উদ্দেশ্য।এমআইসি এমন একটি পরিবেশ তৈরি করেছে ,যেখানে সব ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা একটি সাধারণ প্রযুক্তিগত প্ল্যাটফর্মে তাদের চিন্তা এবং জ্ঞান প্রকাশ করতে পারে। এছাড়া শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বিকাশ এবং চাকরির বাজারে খাপ খাওয়াতে পেশা-ভিত্তিক শিক্ষা প্রদান করে থাকে ক্লাবটি। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিতে এমআইএসটির শিক্ষার্থীদের উৎসাহিত করে। এমআইসি কেবলমাত্র প্রতিষ্ঠানই নয়, বিভিন্ন অনুষ্ঠানে দেশকে প্রতিনিধিত্ব করতে প্রতিভাবানদের খুঁজে বের করতেও দৃঢ় প্রতিজ্ঞ। 
 
তাদের সকল আপডেট নিয়মিত পেতে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ -
https://www.facebook.com/MISTInnovationClub/
অথবা তাদের ওয়েবসাইট - http://innovationclub.mist.ac.bd/
 
তথ্য দিয়ে সহযোগিতা করেছেন -
মাহমুদুল হক
এক্সিকিউটিভ ডিরেক্টর, এমআইএসটি ইনোভেশন ক্লাব। 
 
লিখেছেন -
সৈয়দা মুমতাহিনা তিশা
কনটেন্ট রাইটার, ক্যারিয়ারোলোজি‌।

Comments