Clubs to Shape Career - AIUB Robotic Crew

AIUB Robotic Crew এর যাত্রা শুরু হয়েছিল ২০১৬ সালে। শুরুর সময় টিমের মূল উদ্দেশ্য ছিল next-generation Mars Rover তৈরি করা এবং Mars Desert Research Society, Utah, USA-তে অনুষ্ঠিত হওয়া University Rover Challenge (URC) প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। ২০১৬ সালের Assistant Professor Mr. Ebad Zahir(Advisor) স্যারের হাত ধরেই Robotic Crew এর সূচনা হয়। ২০১৯ সাল থেকে Robotic Crew Senior Assistant Professor Chowdhury Akram Hossain স্যারের অধীনে কাজ করছে।
- নিয়মিত কাজসমূহ :
AIUB Robotic Crew এর টিমকে ৪ টি sub-team এ ভাগ করা হয়। Electrical, Mechanical, Software & Science। (1) Mechanical Team Rover এর chassis design, body design, robotic hand design ইত্যাদি মেকানিকাল পার্ট নিয়ে কাজ করে। (2) Electrical Team সম্পূর্ণ rover এর electrical system, power supply তৈরি করে। (3) Software Team Rover এর communication system, manual driving system, autonomous traversal, GPS tracking, computer vision & machine learning নিয়ে কাজ করে। (4) Science Team Rover যেন on-board এ soil collect করে বিভিন্ন chemical test এর মাধ্যমে, soil test করতে পারে এবং ফলাফল যেন base station এ পাঠাতে পারে সেটার কার্যকারিতা নিয়ে কাজ করে।
- ক্লাব কর্তৃক আয়োজিত ইভেন্ট সমূহ :
AIUB Robotic Crew-কে একটা টিম হিসেবে ধরা হয়। টিম থেকে কোন ইভেন্ট আয়োজিত হয়নি। তবে বিভিন্ন science এবং technology festival এ rover showcase করার এবং রোবোটিক্স নিয়ে ওয়ার্কশপ করার সুযোগ হয়েছে। যেমন- 1. International Conference on Robotics, Electrical and Signal Processing Techniques (ICREST) 2. Dhaka College Science Fest 3.Smart City Expo 2020 ইত্যাদি।
- অর্জন :
AIUB Robotic Crew তে প্রত্যেক মেম্বারকে প্রচুর সময় দিতে হয় rover তৈরি করার জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে হয়। প্রত্যেক সাব-টিম এর সমন্বয় করে কাজ করতে হয় আর এর ফলে টিম ম্যানেজমেন্ট, টিম ওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট খুব ভালোভাবেই শেখা হয়। প্রত্যেক সাব-টিমকে যার যার রিসার্চ এবং ডেভেলপমেন্ট এ সময় দিতে হয় এবং এভাবে অনেক প্রব্লেম সল্ভিং রিলেটেড কাজে খুব ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। System Acceptance Review(URC 2020)- https://youtu.be/sX_j-rXieeE । AIUB Robotic Crew(ARC) গত ৪ বছর ধরে URC ফাইনালিস্ট হিসেবে অংশগ্রহণ করেছে। ২০১৯ এ ARC 18th ছিল ওয়ার্ল্ড এর মধ্যে, 4th ছিল এশিয়ান টিমের মধ্যে এবং 1st ছিল বাংলাদেশ থেকে ২ টা টিমের মধ্যে।
- পরিচালিত হয় কিভাবে?
AIUB Robotic Crew তে advisor থাকে এবং ১ জন team captain থাকে যার মাধ্যমে টিম কাজ করে। প্রতি বছরই টিমের জন্য মেম্বার রিক্রুট করা হয়।
- মেম্বার রিক্রুটমেন্ট সিস্টেম কেমন?
প্রতি বছরই University Rover Challenge(URC) এ প্রতিযোগিতার জন্য নতুন মেম্বার রিক্রুট করা হয়। রিক্রুটমেন্ট প্রসেস ভাইভার মাধ্যমে সম্পন্ন হয়। এক্ষেত্রে আগ্রহীদের রোবোটিক্স সম্পর্কে ধারণা থাকতে হয়।
- ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য :
AIUB Robotic Crew এর মূল উদ্দেশ্য Mars Rover তৈরি করা এবং Mars Desert Research Society, Utah, USA-তে অনুষ্ঠিত হওয়া University Rover Challenge (URC) প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। প্রতি বছরই প্রতিযোগিতার requirement আপডেট করা হয় এবং ওই requirement অনুযায়ী rover তৈরি করা হয়।
AIUB Robotics Crew সম্পর্কে আরো জানতে ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজ -
তথ্য দিয়ে সহযোগিতা করেছেন -
MD.Kamrul Islam
Team Captain, AIUB Robotic Crew.


Comments
Post a Comment