Clubs to Shape Career - AUST Innovation and Design Club

                                   

 

আমাদের প্রত্যেকেরই কম -বেশি নতুন নতুন বিষয় নিয়ে চিন্তা করতে ভালো লাগে। কখনওবা এই ভালো লাগা থেকে জন্ম নেয় অনেক সুন্দর সুন্দর আইডিয়া।কিন্তু বেশীরভাগ আইডিয়াগুলোই সঠিক দিকনির্দেশনার অভাবে রয়ে যায় চিন্তার জগতেই,কখনও বাস্তবের হাতছানি পায় না। কিন্তু দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( AUST) এ রয়েছে " AUST Innovation and design club", যা শিক্ষার্থিদের চিন্তাধারাকে বাস্তবে রূপদানের জন্য অনেক প্রশংসা কুড়িয়েছে ইতোমধ্যে। 
 
- ক্লাব প্রতিষ্ঠার ইতিহাস :
স্টুডেন্টদের বিভিন্ন উদ্ভাবনী চিন্তা গুলোকে শুদ্ধ পরিচর্যা করে বাস্তবে রূপদানের উদ্দ্যেশ্য নিয়ে ২০১৭ সালের ২৪ 'মে AUST Innovation and design club টির যাত্রা শুরু। এটিই ছিল বিশ্ববিদ্যালয়টির প্রথম প্রযুক্তি ভিত্তিক ক্লাব, যা বর্তমানে AUST IDC নামেই বেশি পরিচিত। শুধুমাত্র সদস্য সংখ্যার দিক থেকেই নয়, বরং শিক্ষার্থীদের গুণগত মান উন্নয়নেও ক্লাবটির অবদান রয়েছে বিশাল। 
 
- ক্লাবের কার্যক্রম :
কোনো একটি সুনির্দিষ্ট ডিপার্টমেন্টের মধ্যেই, ক্লাব টি, তাদের কার্যক্রম সীমাবদ্ধ করে রাখেনি। বরং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও পরিকল্পনা গুলোকে বাস্তবায়নের প্রয়াসে এটি এগিয়ে চলছে। নিম্নোক্ত দিকগুলোর প্রতি লক্ষ্য রেখে ক্লাবটি তাদের কার্যক্রম পরিচালনা করছে-
->শিক্ষার্থীরা যেনো তাদের নতুন নতুন চিন্তাগুলোকে বাস্তবে রূপ দিতে পারে
->তারা যেনো নিজেদের লক্ষ্যে পৌছে জাতীয় ও আন্তর্জাতিক মহলে খ্যাতি বয়ে আনতে পারে,দেশের জন্য।
->শিক্ষার্থীদের প্রতিটি শুভ প্রচেষ্টাকে ক্লাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিতকরণ।
- ক্লাব কর্তৃক আয়োজিত ইভেন্ট সমূহ :
AUST IDC বিভিন্ন সময়ে নানা ধরনের ইভেন্টের আয়োজন করে থাকে। Technical workshop, skill development Training programme, Informative seminar এর আয়োজন প্রায়ই হয়ে থাকে। পাশাপাশি আন্তঃ ও অন্তঃ বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টের আয়োজন করে থাকে। সব মিলিয়ে এ পর্যন্ত ৪৫টির ও বেশি ইভেন্টের আয়োজন করেছে ক্লাবটি। তাদের মধ্যে-
-> 2017 সালে Innoventure, poster maestros
-> 2019 সালে Mindsparks'19,Innoventure'19
->2020 সালে Mindsparks'20, Spill the ink, AUST digital art competition হয়েছিল। 
 
- ক্লাবটির অর্জন :
বিভিন্ন প্রতিযোগিতায় ক্লাবটির সফলতা ছিল ঈর্ষনীয়।
ক্লাবটি থেকে শুধুমাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরাই নয়, পাশাপাশি অন্যান্য সদস্যরাও তাদের দায়িত্বপালনের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট সম্মাননা পাচ্ছে।পাশাপাশি বিভিন্ন ইভেন্টে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্বপালনের মাধ্যমে অভিজ্ঞতার ঝুড়ি যেমন ভারী করতে পারছে তেমনি করে নিজেদের কমিউনিকেশন স্কিলও বৃদ্ধি করার সুবর্ণ সুযোগ পাচ্ছে ক্লাব সদস্যরা।
এসবের পাশাপাশি সদস্যরা নিজেদের পছন্দসই বিভিন্ন ইনফরমেটিভ সেমিনারে অংশ নিয়ে জানার পরিধি বৃদ্ধি করার সুযোগ তো পাচ্ছেই। 
 
- লকডাউন সময়কার কার্যক্রম :
ক্লাবটি ইতোমধ্যে অনলাইনে বিভিন্ন সেমিনারের আয়োজন করেছে। যেখানে অংশগ্রহণকারীরা অনেক গন্য-মান্য শিক্ষকদের থেকে কেস- স্টাডি, সি.ভি রাইটিং এবং রিসার্চ স্টাডি সহ আরও অনেক বিষয়ে জানতে পেরেছে । তাছাড়া ক্লাব মেম্বারস এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে "Digital Graphics Competition ", National online writing fest-" spill the ink" আয়োজন করেছে ক্লাবটি।
 
- পরিচালনা কমিটি :
ক্লবে অন্তর্ভুক্ত বিভিন্ন ডিপার্টমেন্টর স্টুডেন্টদের মধ্য থেকে নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের দ্বারা ক্লাবটি পরিচালিত হয়। তাছাড়া ক্লাব প্রেসিডেন্ট , গন্যমান্য শিক্ষকবৃন্দ এবং ভাইস-প্রেসিডেন্ট (চলমান কার্যকরী পরিষদের সদস্যদের থেকে নির্বাচিত) ক্লাব পরিচালনায় দিক নির্দেশনা প্রদান করে থাকেন।বর্তমান কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে রিমি আজমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন। 
 
- মেম্বার রিক্রুটমেন্ট সিস্টেম :
ক্লাবের সকল নিয়মকানুন মেনে বিশ্ববিদ্যালয়টির যেকোনো শিক্ষার্থী'ই ক্লাবটির সদস্য হতে পারে।
- ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য :
"Ideation into existence" অর্থাৎ কল্পনাকে বাস্তবে রূপদান। এই নীতিবাক্য সামনে রেখে ক্লাবটি তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। ক্লাবটির মূল উদ্দেশ্য হলো -"শিক্ষার্থীদের ইনোভেটিভ আইডিয়া, প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতাকে সঠিক দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে বাস্তব-রূপ দান করা। এ কথা চিন্তা করেই ক্লাবটি শিক্ষার্থীদের জন্য একটি ওপেন প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।
 
এ ক্লাব সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন -
তথ্য দিয়ে সহযোগিতা করেছেন -
Mohd. Nafees Azam Khan
Sub committee member, AUST Innovation and Design Club. 
 
লিখেছেন -
হাসিব আব্দুল্লাহ সরকার
কনটেন্ট রাইটার, ক্যারিয়ারোলোজি।

Comments