Clubs to Shape Career - BUET Career Club

                                          

"গ্র্যাজুয়েশন শেষ করার পর আমি কি করবো? বিদেশে যাবো নাকি দেশে চাকরি করব নাকি এখানেই মাস্টার্স করবো?" এ ধরনের প্রশ্ন বাংলাদেশের প্রায় প্রতিটি আন্ডারগ্র্যাড শিক্ষার্থীর মনে নিয়মিত ঘুরপাক খায়। আর তাই বাংলাদেশের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েটের শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে সকল তথ্য যথাযথভাবে জানিয়ে তাদের গ্রাজুয়েশন শেষে যোগ্য করে তোলার লক্ষ্য নিয়ে ২০১০ সালে গঠিত হয় বুয়েট ক্যারিয়ার ক্লাব (বিসিসি)।

- নিয়মিত কাজসমূহ :
বুয়েট ক্যারিয়ার ক্লাবের নিয়মিত কাজের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, সরকারী ও বেসরকারী খাতে চাকরির সুযোগ এবং প্রফেশনাল স্কিল ডেভলপমেন্টের উপর সারাবছর বিভিন্ন সেমিনারের আয়োজন করা।
এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল প্রতিভা বিকশিত করতে উদ্ভুদ্ধ করতে বিসিসি নিয়মিত The Duke of Edinburgh Award প্রদান করে থাকে। এছাড়া নারী শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং স্বপ্ন পূরণে সাহায্যের জন্য বিশেষ নারী উইং’ও রয়েছে বুয়েট ক্যারিয়ার ক্লাবে।
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে GRE তে ভাল পারফরম্যান্স করতে সাহায্য করতে পরিচালিত হয়ে থাকে CrackingGRE.
এছাড়া বিসিসি নিয়মিত Life Talk নামক একটি সিরিজ ওয়ার্কশপ পরিচালনা করে থাকে যেখানে শিক্ষার্থীদের ভবিষ্যত পরিকল্পনায় সাহায্য করা হয়ে থাকে।
তাছাড়া বিভিন্ন সংস্থা যেমন BYLC এর সাথে বুয়েট ক্যারিয়ার ক্লাবের সহযোগিতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।
 
- প্রধান ইভেন্টসমূহ :
ক্যারিয়ার কার্নিভাল : বুয়েট ক্যারিয়ার ক্লাবের প্রধান ইভেন্ট হচ্ছে ক্যারিয়ার কার্নিভাল। এখানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপ এবং চাকরির অফার এসে থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই চাকরির সুযোগ পেয়ে থাকে।
Women Engineers’ Congress : বুয়েটে বিসিসির সহযোগিতায় প্রতিবছর আয়োজিত হয় Women Engineers’ Congress যেখানে সারাদেশের নারী প্রকৌশল শিক্ষার্থীগণ বিভিন্ন সেমিনার, প্রতিযোগিতা এবং প্রশ্নোত্তর সেশনে অংশ নিয়ে থাকেন।
BUET Rostrum : বুয়েটের শিক্ষার্থীদের বিভিন্ন সফটস স্কিলস যেমন প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং ইত্যাদির উন্নতির জন্য নিয়মিত BUET Rostrum নামক একটি দারুণ সেশন পরিচালনা করে থাকে বুয়েট ক্যারিয়ার ক্লাব। এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন ধরনের চমক থাকে ইভেন্টটিতে।
এর বাহিরেও সারাবছর ক্যারিয়ার , লিডারশিপ ও স্কিলস ডেভলেপমেন্ট বিষয়ক অসংখ্য ইভেন্ট আয়োজন করে থাকে বুয়েট ক্যারিয়ার ক্লাব । 
 
- লকডাউনে কেমন চলছে?
করোনা মহামারীতে যখন সবকিছু স্তব্ধ তখনো থেমে নেই বুয়েট ক্যারিয়ার ক্লাবের কার্যক্রম। পুরোটা সময় নিয়মিত আয়োজিত হয়েছে বিভিন্ন ওয়েবিনার এবং অনলাইন লাইভ সেশন। এইসব লাইভ সেশনে আলোচিত হয়েছে ক্যারিয়ার এবং উচ্চশিক্ষাবিষয়ক বিভিন্ন জিনিস। 
 
- কিভাবে জয়েন করবেন?
বুয়েট ক্যারিয়ার ক্লাব নিয়মিত ক্যাম্পাস রিক্রুটমেন্ট পরিচালনা করে থাকে। এই সময় ইভেন্ট ম্যানেজমেন্ট, মার্কেটিং, ডিজাইনসহ বেশ কিছু বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। যেসব শিক্ষার্থীরা সেখানে এপ্লাই করে তাদের ইন্টার্ভিউ এর মাধ্যমে বাছাই করা হয় এবং তারা ইন্টার্ন হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে কার্যদক্ষতার উপর ভিত্তি করে এক্সিকিউটিভ এবং প্যানেলের অন্যান্য সিনিয়র পোস্টে প্রমোশনের ব্যবস্থা থাকে।
 
- কারা পরিচালনা করেন?
বুয়েট ক্যারিয়ার ক্লাব পরিচালিত হয় একটি টপ ম্যানেজমেন্ট প্যানেলের মাধ্যমে যারর নেতৃত্বে থাকেন একজন প্রেসিডেন্ট । বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আলিফ আল আরেফিন প্রধান । এছাড়া চারজন ভাইস প্রেসিডেন্ট ,একজন জেনারেল সেক্রেটারি এবং চারজন ডিরেক্টর রয়েছেন এই প্যানেলে। এছাড়া এই প্যানেলের অধীনে বেশ কিছু বিভাগ আছে যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট, মার্কেটিং, ডিজাইন এন্ড ক্রিয়েটিভ কনটেন্ট, ফিন্যান্স এবং ডকুমেন্টেশন। এইসব বিভাগ সাধারণত আলাদা আলাদা সেক্রেটারির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। 
 
- লক্ষ্য ও উদ্দেশ্য :
ইঞ্জিনিয়াররা চাকরি পায়না – এমন ধারণাকে ভুল প্রমাণিত করে শিক্ষার্থীদের শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংই নয় অন্যান্য চাকরির বাজারের সাথেও পরিচিত এবং এর জন্য যোগ্য করে তোলায় বুয়েট ক্যারিয়ার ক্লাবের প্রধান লক্ষ্য।
অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা তাদের মেধার সঠিক ব্যবহার করে যোগ্য চাকরির সুযোগ পায়না । তাদের সেইসব দূর্বলতাগুলোকে দূর করে তুলতেই নিরলস কাজ করে যাচ্ছে বুয়েট ক্যারিয়ার ক্লাব।
ইঞ্জিনিয়ারিং এর বাহিরেও যে বিশাল চাকরির বাজার রয়েছে আর সেখানেও যে দক্ষতা থাকলে ভাল করা সম্ভব এই ধারণাকে বাস্তবে রূপ দিতেও বুয়েট ক্যারিয়ার ক্লাবের ভূমিকা অপরিসীম। 
 
বুয়েট ক্যারিয়ার ক্লাব সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজ :
এছাড়া তাদের ওয়েবসাইট :
 
তথ্য দিয়ে সহযোগিতা করেছেন :
Shaikha Shohuda
Assistant Secretary, BUET Career Club. 
 
লিখেছেন :
মোঃ আবু জুবায়ের
কনটেন্ট রাইটার, ক্যারিয়ারোলোজি‌

Comments