Clubs to Shape Career - IUT Debating Society (IUTDS)

                                 

অনাগত ইঞ্জিনিয়ারদের যুক্তি, নেতৃত্ব,মুক্ত চিন্তার মাধ্যমে সমাজের বন্দিত্বের শিকল ভেঙ্গে ইতিবাচক পরিবর্তনের নতুন দুয়ারে স্বাগত জানাতে ১৯৯৭ সালে শ্রদ্ধেয় রিশাদ শফিকের হাত ধরে যাত্রা শুরু করে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ডিবেটিং সোসাইটি(IUTDS)।
 
- নিয়মিত কাজসমূহ :
আই.ইউ.টি.ডি.এসের নিয়মিত কাজের মধ্যে রয়েছে ক্লাবের সদস্যদের বিতর্কে দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্নধরনের সেমিনার এবং কর্মশালা আয়োজন। এসব কর্মশালা হয়ে উঠে আই.ইউ.টির নবীন ও প্রবীণ বিতার্কিকদের মহাসম্মেলন।নতুন নতুন ইভেন্ট নিয়ে প্রস্তুতিও চলে সমানতালে। 
 
- প্রধান ইভেন্টসমূহ :
আই.ইউ.টি.ডি.এস আয়োজিত প্রধান দুইটি ইভেন্ট হলঃআই.ইউ.টি আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা এবং আই.ইউ.টি প্রফেশনালস। এছাড়া নবাগত সদস্যদের স্বাগত জানাতে আয়োজন করা হয় ফ্রেশার’স রিসিপশন। এ আয়োজনে নতুনদের ক্লাবে সাগত জানানো হয় কফি এবং ডোনাট পরিবেশনের মাধ্যমে। তাই এই আয়োজনকে ক্যাফে ডিবেটও বলা হয়।
 
- কিভাবে চলছে লকডাউনে?
কোভিড-১৯ এর আক্রমণের মুখে যখন সবকিছুই স্তব্ধ তখনো থেমে নেই আই.ইউ.টি.ডি এসের কার্যক্রম। মে মাসে আয়োজন করা হয় নবাগত সদস্যদের নিয়ে টুর্নামেন্ট “দ্যা গ্রেটনেস এক্সপ্রেস”,যার পুরোটাই আয়োজন করা হয় অনলাইনে। তিন রাউন্ডের শেষে বিজয়ী ঘোষিত হয়। এছাড়া প্রতিমাসেই দুইবার আয়োজন করা হয় বিতর্ক প্রতিযোগিতা। এছাড়া অনলাইনেই সুষ্ঠুভাবে আয়োজিত হচ্ছে কর্মশালা ও সেমিনার। 
 
- অর্জন :
অর্জনের ব্যাপারে বলতে গেলে বলতেই হয় এটি শুধু আই.ইউ.টির সবচেয়ে গৌরবজ্জ্বল ক্লাব তাই নয় বাংলাদেশের বিতর্কের পথযাত্রার ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম।আই.ইউ.টি.ডি.এসের দু’জন প্রেসিডেন্ট বাংলাদেশ ডিবেটিং কাউন্সিলের সম্মানিত পদে মনোনীত হন।তাঁদের মধ্যে একজন হলেন মাবরুর ওয়াসি এবং অন্যজন হলেন রিশাদ শরীফ। আন্তর্জাতিক পর্যায়ে আই.ইউ.টি.ডি.এসের উল্লেখযোগ্য অর্জন হলোঃ মালেয়শিয়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ (WUDC) ২০১৫ কোয়ার্টার ফাইনাল, ডাচ WUDC ২০১৭ কোয়ার্টার ফাইনাল, ডাচ WUDC ২০১৭ JUDGE BREAK, ক্যাম্বোডিয়া UADC ২০১৭ JUDGE BREAK। জাতীয় পর্যায়েও রয়েছে অসংখ্য অর্জন। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এন.ডি.ডি.এস ন্যাশনালস ২০১৪,চট্টগ্রাম ইউনিভার্সিটি ন্যাশনালস ২০১৪, ইউ.আই.ইউ PRE-WUDC ২০১৫,স্ট্যামফর্ড ন্যাশনালস ২০১১, টি.আই.বি. চ্যাম্পিয়নশিপ ন্যাশনালস ২০১৭, টি.আই.বি.সাউথ এশিয়ান রিজিওনাল ২০১৭,এন.সি.ইউ ডায়ালগ ২০১০। এছাড়া বুয়েট ন্যাশনাল ২০১১,ডি.এম.সি ডিবেট ফেস্ট ২০১২,আই.ইউ.টি প্রফেশনাল ২০১০,এন.এস.ইউ.আই.ভি ২০১৭, স্ট্যামফোর্ড আই.ভি ২০১৫ সহ বেশ কিছু ইভেন্টে রানার্স আপ হয় আই.ইউ.টি.ডি.এস।
 
- পরিচালনা কমিটি :
আই.ইউ.টি.ডি.এসের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ড.এ.আর.এম.হারুনুর রশীদ। প্রেসিডেন্ট পদে আছেন মুশাররাত রাফা। সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুতিউল মুহাইমিন।
 
- কিভাবে জয়েন করবেন?
আই.ইউ.টি.ডি.এসে জয়েন করতে হলে প্রথমেই বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী হতে হবে। প্রতি সেমিস্টারে অনলাইনে সদস্য সংগ্রহের জন্য ফর্ম ছাড়া হয়। ফর্ম পূরণের ভিত্তিতে যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে কিছুসংখ্যক শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিতদের আলাদা আলাদাভাবে সামনাসামনি ভাইভার মাধ্যমে চূড়ান্তভাবে সদস্য নির্বাচিত করা হয়ে থাকে। 
 
- লক্ষ্য ও উদ্দেশ্য :
আই.ইউ.টি.ডি.এসের যাত্রা শুরু হয় শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা, বাকস্বাধীনতা এবং নারী পুরুষ সমানাধিকারের প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে।সমাজের ভ্রান্ততার মুখোশ খুলে মুক্তমনে প্রতিবাদের ভাষা রপ্ত করাই আই.ইউ.টি.ডি.এসের মূল লক্ষ্য। এই সোসাইটির মূল স্লোগান হচ্ছে “I think therefore I am”
বাংলাদেশের ডিবেটিং ধারাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই নিরলস কাজ করে যাচ্ছে এই সোসাইটি।
 
আই.ইউ.টি.ডি.এস সম্পর্কে জানতে দেখতে পারেনঃ
তথ্য দিয়ে সহযোগিতা করেছেন :
মুশাররাত রাফা
প্রেসিডেন্ট, আই.ইউ.টি.ডি.এস। 
 
লিখেছেন :
নাফিসা বিনতে মমিন
সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং
ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি‌।

Comments